Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Talk on Facts | রহস্যময় এই শহরে বিকেলের পর যাওয়া নিষেধ

Updated : 17 May, 2023 2:02 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

গ্রিক সম্রাট আলেকজান্ডার (Alexander) ভারতে (India) পা রেখে ভারতের ভৌগলিক বৈচিত্র অনন্যতা দেখে তাঁর সেনাপতিকে বলেছিলেন ‘সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’ আর এত যুগ পরেও উক্তিটি যথার্থ তা সত্যই। এই দেশে এমন বহু জায়গা আছে যা সত্যিই বিচিত্র। সেরকমই এক জায়গা ধনুশকোডি (Dhanushkodi Town in Tamil Nadu)। ধনুশকোডি হল তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত একটি রহস্যময় ছোটো শহর। এটা ভারতের শেষ গ্রাম। যেখানে কোনও লোকবসতি নেই। সেই শহরের ধার ঘেঁষে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি হল ভারতের শেষ রাস্তা। এই রাস্তা থেকে শ্রীলঙ্কাকে স্পষ্ট দেখতে পাওয়া যায়।