
ফের অস্ট্রেলিয়া সফরে রোহিত-কোহলিরা, কবে মহারণ? জেনে নিন
ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) লজ্জাজনক হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত (India vs Australia)। কিন্তু তা অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ছিল না। তবে এবার সে সুযোগ এসে গিয়েছে ভারতীয় দলের (India Cricket Team) সামনে। ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তবে এবার আর লাল বলের সিরিজ নয়, সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। অজিভূমে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
আগামী ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ভারতের অস্ট্রেলিয়া সফর। যেখানে এক দিনের এবং টি-২০ দুই ধরনের ম্যাচই খেলা হবে। ভারত-অস্ট্রেলিয়ার এই সাদা বলের সিরিজে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এক দিনের ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল।
ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের সূচি
১৯ অক্টোবর: পার্থ
২৩ অক্টোবর: অ্যাডিলেড
২৫ অক্টোবর: সিডনি
ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সূচি
২৯ অক্টোবর: ক্যানবেরা
৩১ অক্টোবর: মেলবোর্ন
২ নভেম্বর: হোবার্ট
৬ নভেম্বর: গোল্ড কোস্ট
৮ নভেম্বর: ব্রিসবেন