পার্থে নজির, ২৯৫ রানে চূর্ণ অস্ট্রেলিয়ার দর্প
কলকাতা: পার্থের পিচে গতি আর বাউন্স দিয়ে ভারতকে ধরাশায়ী করার প্ল্যান ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেই প্ল্যানে বধ হল তারাই। ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গেলেন জসপ্রীত বুমরারা (Jasprit Bumrah)। খেলা শেষ হল চারদিনেই। ভারতই প্রথম সফরকারী দল যারা পার্থের অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাল।
এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট ডামাডোলের মধ্যে চলছিল। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ, রোহিত শর্মা-বিরাট কোহলির মতো সিনিয়রদের অফ ফর্ম, ক্রাইসিসের সময় রোহিতের প্রথম টেস্ট না খেলা ইত্যাদি অনেক কিছু নিয়ে চর্চা চলছিল। একটা টেস্ট ম্যাচেই ছবি বদলে গেল।
অস্ট্রেলিয়াকে তাদেরই গুহায় শিকার, কোহলির সেঞ্চুরি করে ফর্মে ফেরা, রোহিতের দলের সঙ্গে যোগ দেওয়া, বুমরা-সিরাজদের আগুনে বোলিং, জয়সওয়ালের দাপট, কে এল রাহুলের ফর্মে ফেরা— সবমিলিয়ে টিম ইন্ডিয়া এখন সুখী পরিবার। প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়ে যাওয়ার পর ২৯৫ জেতা প্রমাণ করে এই দলটার মানসিক কাঠিন্য কোন পর্যায়ের।
উল্টোদিকে দিশেহারা দেখাচ্ছে অজি শিবিরকে। একমাত্র ট্রাভিস হেড (Travis Head) ছাড়া কোনও ব্যাটার ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে স্বচ্ছন্দে ছিলেন না। স্টিভ স্মিথকে (Steve Smith) দেখে মনে হল, এবার তাঁর অবসর নেওয়ার সময় হয়েছে। মার্নাস লাবুশেন অনেকদিন ধরে রানের মধ্যে নেই। আর এক ভরসাযোগ্য ব্যাটার উসমান খোয়াজাও রান পাননি। অস্ট্রেলিয়ার হারের কারণ ব্যাটিং ব্যর্থতা।