
IndiGo Flight Diverted | গন্তব্য ছিল আমেদাবাদ, আচমকা রুট বদলে পাকিস্তানে ঢুকে গেল ইন্ডিগোর বিমান
ইসলামাবাদ: গন্তব্য় ছিল আমেদাবাদ, আচমকা রুট বদলে পাকিস্তানে ঢুকে গেল ইন্ডিগোর বিমান (Indigo Flight)। পঞ্জাবের অমৃতসর থেকে আমেদাবাদের (Ahmedabad) উদ্দেশে রওনা দিয়েছিল ৬ই-৬৪৫ ইন্ডিগো বিমানটি। কিন্তু পরিবর্তন হয়ে যায় গন্তব্য। বিমানটি দেশের আকাশসীমা পার করে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের (Pakistan) আকাশসীমায় প্রবেশ করে যায়। প্রায় আধ ঘণ্টা পাকিস্তানের আকাশে চক্কর কাটে বিমানটি। এরপর অভিমুখ বদলে ফের ভারতীয় এয়ারস্পেসে ফিরে আসে বিমানটি এবং সুরক্ষিতভাবেই গন্তব্যে পৌঁছয়।
ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, শনিবার অমৃতসর থেকে উড়ান শুরু করার পর আটারি দিয়ে যাওয়ার সময়ই খারাপ আবহাওয়ার মুখে পড়ে বিমানটি। দুর্ঘটনা এড়াতে আটারি থেকে পাকিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়ে বিমানটি। অমৃতসর এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। পাকিস্তানের তরফে সবুজ সংকেত পাওয়ার পরই বিমানটি সে দেশের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তানের গুজরানওয়ালা অবধি উড়ে যায় বিমানটি। বিমান ক্রুরা পাকিস্তানের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল। ততক্ষণে আবহাওয়া একটু ঠিক হতেই ভারতীয় আকাশসীমায় ফেরত আসতে বলা হয় বিমানটি। রুট বদলের জন্য দেরী হলেও, সমস্ত যাত্রীদের নিয়ে সুরক্ষিতভাবেই আহমেদাবাদে পৌঁছয় বিমানটি।
এদিকে আরও একটি ঘটনায় শনিবার দিল্লি -চেন্নাই বিমান দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জানা গিয়েছে, ওই বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে আচমকা বিকল হয়ে যায়। অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য দেশের আকাশপথে বিমান চলে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। কারণ, খারাপ আবহাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে দেশের আকাশসীমা লঙ্ঘনের বিশেষ অনুমতি দেওয়া হয়। গত মে মাসে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে।