বৃষ্টি কি রবিবারেও ব্রিসবেন ভাসাবে? জানুন পূর্বাভাস
কলকাতা: ব্রিসবেন টেস্টের (Brisbane Test) প্রথম দিনটা ধুয়ে গেল বৃষ্টিতে। খেলা হল মাত্র ১৩.২ ওভার। টসে জিতে বোলিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মেঘলা আকাশ, হাওয়া চলছে, এসব দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু খেলাই তো হল না। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছয় ওভার বল করলেন, মহম্মদ সিরাজ চার ওভার। আকাশ দীপ ৩.২ ওভার করতেই ঝেঁপে বৃষ্টি নামল। তারপর আর খেলাই হল না।
এই ১৩.২ ওভার কিন্তু সাবধানে খেললেন অস্ট্রেলিয়ার দুই ওপেনিং ব্যাটার। উসমান খোয়াজা ৪৭ বলে ১৯ রান করেছেন। নাথান ম্যাকসুইনি ৩৩ বল খেলে চার রানে অপরাজিত আছেন। এখন প্রশ্ন হল, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আবহাওয়া আর কতটা প্রভাব ফেলবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশার কথা, শনিবারের মতো গোটা দিন ভেস্তে যাবে না।
পূর্বাভাস বলছে, রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৪৬ শতাংশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা ৯ শতাংশ। কিন্তু যদি গোটা টেস্ট ম্যাচই ভেস্তে যায় তাহলে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) লড়াইয়ে ভারত এখন তৃতীয় স্থানে। ব্রিসবেন টেস্ট অমীমাংসিত থাকলে পরের দুটো টেস্টই জিততে হবে, তবেই লর্ডসে ফাইনাল খেলতে পারবেন রোহিতরা।