Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Mamata Banerjee | বাংলায় শিল্প আনতে অভিনব রোড শো, উদ্যোগ রাজ্য সরকারের 

Updated : 26 Jul, 2023 9:09 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: দিল্লি, মুম্বই, চেন্নাই এবং চণ্ডীগড়ে রাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জানা গিয়েছে, এই রোড শো’য়ের মাধ্যমে রাজ্যের শিল্পের পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে সেখানকার বণিক মহলকে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই রোড শো’তে অংশগ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও এই রাজ্যে শিল্পে বিনিয়োগ করলে, কী ধরনের সুযোগ-সুবিধা মিলবে তাও তুলে ধরা হবে এই রোড শো’য়ের  মাধ্যমে। 

ঠিক চার মাস পর রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সম্মেলনের মঞ্চে তুলে ধরা হবে  এই রাজ্যের চলচ্চিত্র শিল্পের জন্য আলাদা নীতিও।

প্রসঙ্গত, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে কলকাতায় ২১ নভেম্বর। এবারের সম্মেলনের মূল থিম ছোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প।

এই বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্য সচিব এইচ কে দ্বীবেদী নবান্নে সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকেও বসেন সোমবার। এব্যাপারে শিল্প দপ্তরকে মূল দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সম্মেলনে সারা দেশের প্রথম সারির শিল্প সংস্থার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং চন্ডিগড়ে রোড শো করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এ রাজ্যে সিনেমার শুটিং করার জন্য একটি নির্দিষ্ট বিধি তৈরি করে। যাতে ভিন রাজ্যের পরিচালকদের এ রাজ্যে শুটিং করতে কোনও সমস্যায় পড়তে না হয়।