আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথমবার নেই বাংলাদেশ!
চলতি বছরের অগস্ট মাসে ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের জেরে সেদেশের সরকারেও ঘটেছিল পালাবদল। একপ্রকার বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এসেছে নতুন মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার। নয়া সরকার ক্ষমতায় এলেও কলকাতার সঙ্গে কোনও যোগাযোগ নেই। এখনও পর্যন্ত কলকাতায় নেই বাংলাদেশের হাইকমিশন। এদিকে ২০২৫-এর ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা (Kolkata Book Fair 2025)। কলকাতা বইমেলায় যে সমস্ত দেশ অংশ নিচ্ছে, তাদের লিস্টে নাম নেই বাংলাদেশের। ২৮ বছরের ইতিসাহে এই প্রথম বাংলাদেশ অংশ নেবে না বইমেলাতে।
কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি। সদ্য বইমেলার লোগো উদ্বোধন হয়েছে। আসন্ন বইমেলা থাকছে না বাংলাদেশের কোনও স্টল। বাংলাদেশের সাহিত্যিকদের লেখার কদর এপার বাংলাতেও রয়েছে। বইমেলায় কি সত্যিই দেখা মিলবে না বাংলাদেশের প্যাভিলিয়ানের? এই প্রশ্ন বই প্রেমীদের। গত বছরেও কলকাতা বইমেলায় বিপুল জনপ্রিয়তা ছিল বাংলাদেশের স্টলের। হয়েছে উপার্জনও। চলতি বছরে বাংলাদেশের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।
গিল্ট সূত্রের খবর এবার বাংলাদেশের তরফে মেলাতে স্টলে দেওয়া নিয়ে কোনও যোগাযোগ করা হয়নি। পাবলিশার্স অ্য়ান্ড গিল্ডের সভাপতি বলেন,’ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের মুখাপেক্ষী। তারা যা সিদ্ধান্ত নেবে তাই মেনে পদক্ষেপ করা হবে। কিন্তু সেদেশের পাবলিশাররা এপার বাংলায় আসার জন্য উদগ্রীব।