Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ জুন ২০২৫ |
K:T:V Clock

বাকি আইপিএল কি বিদেশি ছাড়াই! জটিলতা কোথায়?

Updated : 15 May, 2025 10:59 AM
AE: Arijit Ghosh
VO: Sanchari Chatterjee
Edit: Aiyushe Maity

বিরতি কাটিয়ে ১৭ মে থেকে শুরু হবে আইপিএল ২০২৫-এর (IPL 2025) বাকি অংশ। কিন্তু নতুন সূচিতে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। এক তো নিরাপত্তা নিয়ে চিন্তা, তার থেকেও বড় ইস্যু আন্তর্জাতিক সূচির সঙ্গে আইপিএল সূচির লড়াই। এই সমস্যায় পড়েছেন মূলত অস্ট্রেলিয়া (Australia) এবং দক্ষিণ আফ্রিকার (South Africa) খেলোয়াড়রা।

আগামী ১১ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) মুখোমুখি অজি এবং প্রোটিয়ারা। তার জন্য প্রস্তুতি শিবির মে মাসের শেষেই করতে চলেছে দুই দল। এদিকে আইপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী ফাইনাল ৩ জুন। প্যাট কামিন্স (Pat Cummins) এবং ট্রাভিস হেডকে (Travis Head) নিয়ে সমস্যা নেই কারণ তাঁদের দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কিন্তু মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের সুযোগ আছে ফাইনাল খেলার।

বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন আইপিএল সিইও হেমাঙ্গ আমিন। ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার আর্জি জানানো হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাদের খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে ততটাও সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে। নিরাপত্তার ইস্যু ছাড়াও, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা ভেবে প্লেয়ার ছাড়তে চাইছে না তারা।

বিসিসিআই-এর তরফে বোঝানোর চেষ্টা চলছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ আধিকারিকদের নিরাপত্তার বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ। যে দ্রুততায় তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। কিন্তু নতুন করে পড়শি দেশের সঙ্গে সংঘর্ষ হবে না এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কাজেই বিদেশের বোর্ডগুলো খেলোয়াড়দের ছাড়তে ইতস্তত বোধ করছে।