Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ জুন ২০২৫ |
K:T:V Clock

আইপিএল স্থগিত, কী জানালেন সৌরভ?

Updated : 11 May, 2025 4:41 PM
AE: Arijit Ghosh
VO: Avik Nandi
Edit: Aiyushe Maity

দেশের নিরাপত্তার খাতিয়ে আপাতত স্থগিত আইপিএল (IPL 2025)। বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। কিন্তু সীমান্তে অবস্থা বেগতিক। আদৌ কি কি টুর্নামেন্ট শুরু করা যাবে? কী জানাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? সৌরভ বলছেন, অবশ্যই শুরু করা যাবে। কারণ পাকিস্তান ভারতের চাপ বেশিদিন সামলাতে পারবে না।

এ নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, “এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি। ফলে এই সিদ্ধান্ত নিতেই হত। আমার দৃঢ় বিশ্বাস, আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে। আর এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কারণ পাকিস্তান এই চাপ বেশিদিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে।”

উল্লেখ্য, এর আগে কোভিড আবহে আইপিএল আয়োজন করেছিল বোর্ড। তখন দায়িত্বে ছিলেন সৌরভ। তিনি আরও বলেন, “২০২০-২০২১-এও অনেক সমস্যা ছিল। তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত সাতদিন বন্ধ থাকছে। দরকারে সাতদিন আইপিএল বাড়ানো হবে।”