
IPL Final | CSK Won | আইপিলের রঙ হলুদ! গুজরাতকে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন মাহির চেন্নাই
আমেদাবাদ: পঞ্চমবার! রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে গুজরাতকে হারিয়ে ২০২৩-এর আইপিএলে জয়ী হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ভূমিপুত্র জাদেজার কাছে হার গুজরাতের (Gujarat Titans)। আর এই জয়ের মধ্যে দিয়েই রোহিতদের মুম্বই ইন্ডিয়ানসকে ছুঁয়ে ফেললেন মাহিরা। মুম্বইয়ের পর এই প্রথম চেন্নাই পাঁচবার আইপিএল (IPL 2023) জয় করল। রবিবার ফাইনাল ম্যাচ হলেও প্রবল বৃষ্টির জেরে ওই দিন খেলা সম্ভব হয়নি। তাই আইপিএলের ইতিহাসে এই প্রথম রিজার্ভ ডে-র দিন খেলা হয়। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৪ রান তোলে গুজরাত। প্রথমে শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর মনে হয়েছিল এবার হয়তো ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু খেলা ঘোরান আরও এক তরুণ ব্যাটার। সাই সুদর্শন গুজরাতের নায়ক হয়ে ওঠেন। মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৪৭ বলে ৯৬ রান করে আউট হন তিনি। অন্যদিকে ঋদ্ধিমানও এদিন হাফ সেঞ্চুরি করেন।
কিন্তু ম্যাচের মাঝেই বাধ সাধে বৃষ্টি। চেন্নাই ব্যাট করতে নামে। কিন্তু মাত্র তিন বল খেলার পরই শুরু হয় বৃষ্টি। প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে খেলা। তারপর ফের রাত ১২টা ১০ মিনিট নাগাদ ব্যাট করতে নামে চেন্নাই। বৃষ্টির জেরে ৫ ওভার কমিয়ে আনা হয়। ধোনিদের নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয় ১৫ ওভারে ১৭১ রান। নেমেই কার্যত ঝড় তোলেন ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়। খেলা ১৫ ওভার হয়ে যাওয়ায় পাওয়ার প্লে-ও কমে হয় ৪ ওভার। ৪ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে চেন্নাই। যদিও প্রতিপক্ষ গুজরাতের স্পিনার নূর আহমেদ ভালোই বল করছিলেন। সপ্তম ওভারে জোড়া উইকেট নিয়ে চেন্নাইকে বড় ধাক্কা দেন তিনি। ১০ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে চেন্নাইয়ের রান ছিল ১১২। প্রতি ওভারে জরুরি রানরেট ক্রমশ বাড়ছিল চেন্নাইয়ের। সেই সময় রাহানে ও রায়ডু ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু পরপর দুটো বলে জোড়া উইকেট নিয়ে গুজরাতকে ম্যাচে ফেরান মোহিত শর্মা। রায়ডু আউট হওয়ার পর ছ’নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। কিন্তু ফাইনাল ম্যাচে প্রথম বলেই আউট হয়ে শূন্য হাতে ফিরতে হয় তাঁকে। শেষ ওভারে বাকি ছিল ১৩ রান। প্রথম চার বলে মাত্র তিন রান হয়েছিল। তখন যেন শুধু জয়ের অপেক্ষা করছিল গুজরাত, মুখে হাসি ফুটে ওঠে হার্দিকের। শেষ দু’বলে বাকি ছিল ১০। প্রথমে ছক্কা মেরে আশা বাড়িয়ে তোলেন জাদেজা, নিমেষের মধ্যে ঘুরে যায় খেলা। আর শেষ বলে চার মেরে চেন্নাইকে জয়ের স্বাদ দিলেন তিনি। ডাগআউটে চোখ বন্ধ করে বসে থাকা ধোনির মুখ এক পলকে যেন পাল্টে গেল। উদ্বিগ্ন মুখগুলি পাল্টে তখন উচ্ছ্বাস। পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই।
বলা ভাল, অনেকেই মনে করছিলেন এবারই হয়তো শেষ আইপিএল খেলবেন মাহি (M S Dhoni)। তাই ধোনির দলের হাতেই কাপটা উঠুক, এমনটাই আশা করেছিলেন অনেকে। সাধারণত, ফুটবল বিশ্বকাপের সময় রাত জাগতে দেখা যায় ক্রীড়াপ্রেমীদের। রবিবার থেকে চলা দীর্ঘ টালবহানার পর অবশেষে শেষটা ভালোই হল। কিন্তু সোমবারের বৃষ্টি-বিঘ্নিত ম্যাচের শেষটা দেখার জন্যও রাত দেড়টা পর্যন্ত জেগেছিলেন সমস্ত ক্রিকেটপ্রেমীরা। ওই যে বলে না, সব ভালো যার শেষ ভালো। তবে আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করেননি মাহি। বরং জানিয়েছেন, সম্ভব হলে আরও একটা বছর পরে ফিরে আসতে চান।