Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

IPL 2024 | পরের বছর আইপিএল মার্চের মাঝামাঝি? কারণ জেনে নিন

Updated : 29 Jul, 2023 9:06 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

মুম্বই: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) শুরু হতে পারে ৪ জুন থেকে। ফাইনাল হতে পারে ৩০ জুন। আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ২০টি দলকে নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর খেলা হবে ১০টি মাঠে। এই সিদ্ধান্তের পরই আইপিএল (IPL) এগিয়ে নিয়ে আসার সম্ভাবনা প্রবল। কারণ, আইপিএল শুরু হয় মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে। আর এই টুর্নামেন্ট চলে ২ মাস ধরে। আইসিসি (ICC)-র ক্যালেন্ডারে আইপিএলের জন্য আড়াই মাসের সময় রাখা থাকে।

তাহলে সমস্যা কোথায়?

২০২৩ সালে আইপিএল শুরু হয়েছিল ৩১ মার্চ। আর ফাইনাল হয়েছিল ২৯ মে। যদি ধরে নেওয়া হয় মার্চের শেষের দিকে ২০২৪ সালে আইপিএল শুরু হবে, তাহলে টি-২০ বিশ্বকাপের জন্য হাতে সময় থাকবে মাত্র ৫ দিন। আর ৫ দিন পর বিশ্বকাপ শুরু হলে অনেক দেশই তাদের সেরা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেবে না। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি সেটা কিছুতেই মেনে নেবে না।

ভারতীয় দলেরও কি একই সমস্যা হবে?

টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলও ৫ দিন সময় পাবে। তাহলে ক্লান্ত শরীরে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স কি আশানুরুপ হবে? অতএব ভারতীয় দলও চাইবে না এই ঝুঁকি নিতে।

তাই আগামী বছর আইপিএল মার্চের মাঝামাঝি করা ছাড়া কোনও সম্ভাবনাই দেখছে না ক্রিকেট মহল।

প্রসঙ্গত, ১৫টি দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। আয়োজক দেশ হিসেবে খেলবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আরও পাঁচটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে উঠে আসবে।