KKR vs CSK | Fake Tickets | আইপিএলের টিকিট জাল করে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
কলকাতা: আইপিএলে (IPL) ব্ল্যাকে টিকিট (Black Ticket) বিক্রির অভিযোগ প্রচুর। কিন্তু এবার আইপিএলের টিকিট জাল (Fake Ticket) করার অভিযোগ উঠল নদিয়ার এক তৃণমূল নেতা (TMC Leader) বিরুদ্ধে। ধৃতের নাম বিক্রম সাহা (Bikram Saha) । গত ২৩ এপ্রিল নাইট বাহিনীর (KKR) সঙ্গে চেন্নাই সুপার্কিংসের (CSK) খেলা নিয়ে মারাত্মক উত্তেজিত ছিল মহানগরবাসী। ম্যাচের অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল সমস্ত টিকিট। তারপর ইডেন (Eden) প্রাঙ্গনে শুরু হয় টিকিট নিয়ে হাহাকার। সেই সময়ই ওই যুবনেতা কয়েকজনকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করেন বেশ কয়েকটি ম্যাচ টিকিট। কিন্তু ম্যাচের দিন জানা গেল সেই সমস্ত টিকিট ভুয়ো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্রম তাহেরপুর শহর টিএমসিপি-র প্রাক্তন সভাপতি। কিন্তু পরে রানাঘাট সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে এখন কোনও পদে না থাকলেও দল ত্যাগ করেননি তিনি।
আসলে, এবছর আইপিএল শুরুর আগেই খবর রটে যায় এটাই ধোনির শেষ আইপিএল।এরপর ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম চেন্নাই ম্যাচের টিকিটের জন্য স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পছন্দের তারকে ক্রিকেটারকে সামনে থেকে দেখার সুযোগ হাত ছাড়া করতে চাননি ক্রিকেট ফ্যানরা। সেই কারণেই ৪০ ডিগ্রি তাপমাত্রা তেওঁ টিকিট কিনতে লাইন পড়েছিল ইডেন প্রাঙ্গনে। কাঠফাটা রোদের মধ্যেও ছাতা কিংবা রুমাল দিয়ে রোদকে পেরিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। তখনই দুর্বৃত্তরা ফন্দি আঁটে। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। আবার ম্যাচের অনলাইন টিকিট কাটতেও সমস্যা হচ্ছিল। অভিযোগ, সে সময়েই অভিযুক্ত কয়েকজনকে টিকিট মোটা টাকায় বিক্রি করেন।