Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Dev | Pradhan Shooting | জ্বর নিয়েই উত্তরবঙ্গে দেবের শুটিং!

Updated : 5 Sep, 2023 2:06 AM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা : জর গায়ে নিয়েই নাকি উত্তরবঙ্গে ‘প্রধান’ ছবির শুটিং চালাচ্ছেন অভিনেতা-প্রযোজক দেব। বেশ কয়েকদিন ধরেই ‘প্রধান’ টিমের শিল্পীরা উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। এদের মধ্যে দেব ছাড়াও সোহম, সৌমিতৃষা,অম্বরীশ ভট্টাচার্য,পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শংকর.কাঞ্চণ রয়েছেন। সেখানে শুটিং শুরু হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল দেবের নাকি বেশ জ্বর হয়েছে। এমনকি অনেকের মুখে ‘ডেঙ্গি’র কথাও শোনা গিয়েছে। তাহলে কি বাতিল হয়ে যেতে পারে উত্তরবঙ্গের এই শুটিং!
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে মিঠাই অর্থাৎ ওরফে সৌমিতৃষা কুন্ডু বলেছেন যে দেবের মোটেই ডেঙ্গি হয়নি। অভিনেত্রীর কথায় যেদিন তাঁরা উত্তরবঙ্গের চালসায় পৌঁছন সেদিনই গায়ে জ্বর নিয়েই দেব অনেক রাত পর্যন্ত কাজ করেছেন। এমনকি অভিনেত্রী আরও বলেন দেবের শরীরে যথেষ্ট ব্যথা এবং ভাইরাল জ্বরে দুর্বল হয়ে পড়েছেন। কাজের প্রতি দেবের এই নিষ্ঠা সৌমিতৃষা কে মুগ্ধ করেছে।দেবের জ্বর অনেকটাই কমেছে। এখন ভালোর দিকে।
তবে দলের অন্যতম বর্ষিয়ান শিল্পী মমতা শংকর ফোনে জানালেন দেব এখন অনেকটা ভালো আছে। তবে আমার ঠান্ডা লেগে শরীর খারাপ। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। পুরোটাই আউটডোর শুটিং। কাজেই ঠান্ডা লেগেছে। একটু জ্বর জ্বর অনুভূত হচ্ছে।সাবধানে আছি।
অন্যদিকে ডেঙ্গি হওয়ার ভুয়ো খবরে ক্ষুব্ধ হয়েছেন সহ অভিনেত্রী অম্বরীশ ভট্টাচার্য। তিনি বলেন দেব রক্ত পরীক্ষা করিয়েছেন। ডেঙ্গি হয়নি। মিথ্যে খবর রটানো বন্ধ হোক বলে দাবি ব্যোমকেশের ‘অজিত’ অম্বরীশের। জ্বর হলেও দেবকে কাবু করতে পারেনি।
প্রসঙ্গত, ‘প্রধান’ ছবিতে দেব এর বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে। তার অনুরাগীরা বড় পর্দায় তার কাজ দেখতে যথেষ্ট আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বিশেষত দেবের সঙ্গে পর্দায় তাঁকে দেখতে যথেষ্ট উদগ্রীব তাঁরা।

Tags: