Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Indian 3 | Kamal Hassan | ‘ইন্ডিয়ান ২’ মুক্তির আগেই ছবির তৃতীয় পর্ব নিয়ে গুঞ্জন

Updated : 30 Jun, 2023 11:24 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

চেন্নাই : ইন্ডিয়ান ২(Indian 2) মুক্তির আগেই শুরু হয়ে গেল ইন্ডিয়ান ৩(Indian 3) নিয়ে জল্পনা।১৯৯৬সালে মুক্তি পেয়েছিল কমল হাসান(Kamal Hassan) অভিনীত তামিল অ্যাকশন থ্রিলার ফিল্ম ইন্ডিয়ান(Indian)।সম্প্রতি যে ছবির সিক্যুয়েল তৈরি করেছেন পরিচালক এস শঙ্কর(S Shankar)।বক্সঅফিসে বিরাট সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচক মহলে যথেষ্ঠ প্রশংসিত হয়েছিল ইন্ডিয়ান। তাই কামাল হাসানের ভক্তদের মধ্যে ইন্ডিয়ান ২ নিয়েও রীতিমতো চর্চা চলছে।২০২৪ এপ্রিলে মুক্তি পাবে এই দুর্দান্ত  প্যান ইন্ডিয়ান ফিল্ম।যদিও তার আগেই ইন্ডিয়ান ৩ নিয়ে জল্পনা উসকে দিলেন ছবির প্রযোজক উদয়নিধি স্ট্যালিন(Udaynidhi Stalin)।সম্প্রতি নিজের নতুন ছবির প্রমোশনে এসে নির্মাতা জানিয়েছেন,আগামী দিনে ইন্ডিয়ান ৩ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনই সিক্যুয়েলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে নারাজ উদয়নিধি।তিনি সাফ জানাচ্ছেন, এপ্রিলে বড়পর্দায় মুক্তি পাবে ইন্ডিয়ান ২।ছবি বক্সঅফিসে ভাল ব্যবসা করলে তবেই ইন্ডিয়ান ৩ নিয়ে পরিকল্পনা করবেন তিনি।ইন্ডিয়ান ২ নিয়ে দর্শকমহলে গুঞ্জনের শেষ নেই।কারণ,এই ছবিতেও মুখ্যচরিত্রে থাকছেন সুপারস্টার কমল হাসান।পাশাপাশি দেখা যাবে সিদ্ধার্থ(Siddharth),নয়নতারা(Nayanthara),কাজল আগরওয়াল(Kajal Agarwal) এবং রাকুলপ্রীত সিং(Rakulpreet Singh) ছাড়াও একঝাঁক দক্ষিণী তারকাকে। বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে ইন্ডিয়ান ২ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।তাই ইন্ডিয়ান ৩-র ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা।


কমল হাসানের ভক্তরা বলছেন, আগামী বছর নির্মাতাদের অন্যতম তুরুপের তাস হতে চলেছেন তাঁদের প্রিয় অভিনেতা।কারণ,দীর্ঘ ২৮বছর পর মুক্তি পাবে ইন্ডিয়ান-এর সিক্যুয়েল।যে ছবিতে হাত মিলিয়েছেন কমল হাসান এবং রোবট খ্যাত পরিচালক এস শঙ্কর।ইতিমধ্যেই ছবিতে কমল হাসানের লুক অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা।তার আগেই ইন্ডিয়ান ৩ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। কারণ,ছবির প্রযোজক তথা অভিনেতা এবং রাজনীতিবিদ উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন,ভবিষ্যতে অবশ্যই তৈরি হবে ইন্ডিয়ান ৩।তবে তার আগে ইন্ডিয়ান ২-র বিরাট বক্সঅফিস সাফল্যের আশায় রয়েছেন প্রযোজক।ইন্ডিয়ান ২-র আগে জানুয়ারিতেই আসছে প্রভাসের ছবির প্রজেক্ট কে।যে ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন।ভিলেনের চরিত্রে নজর কাড়বেন কমল হাসান।ছবির জন্য রেকর্ড পারিশ্রমিক নেবেন অভিনেতা।একদিকে প্রজেক্ট কে অন্যদিকে ইন্ডিয়ান ২।দুটি ছবিই বক্সঅফিসে বাজিমাত করবে বলেই মনে করছে দর্শকমহল।