Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

IPL 2023 | KKR | আজ জিতলেও কি লাভ আছে কলকাতার? প্লে অফের অঙ্ক কতটা কঠিন?   

Updated : 20 May, 2023 4:30 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: আজ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। লখনউ এই ম্যাচ জিতলে তাদের প্লে অফে খেলা নিশ্চিত, হারলে অন্যান্য দলের খেলার দিকে তাকিয়ে থাকতে হবে। আসল প্রশ্ন হল কেকেআরের প্লে অফের (Play Off) অঙ্কটা ঠিক কেমন। সত্যি বলতে এর থেকে কোয়ান্টাম ফিজিক্সের অঙ্ক অনেক সোজা। খাতায় কলমে সুযোগ আছে বললে ভুল হবে না কিন্তু নাইটদের প্লে অফের রাস্তায় এত কাঁটা যে, তা পেরনো এককথায় অসম্ভব। 

প্রথমত, ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নীতীশ রানাদের (Nitish Rana)। শেষ ম্যাচে জিতলে ১৪ পয়েন্ট হবে। ইতিমধ্যেই সিএসকে (CSK) এবং এলএসজি ১৫ পয়েন্টে আছে, তারা হারলেও তাদের টপকানোর প্রশ্ন নেই। রইল পড়ে রাজস্থান রয়্যালস (RR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI)। রাজস্থান ১৪ পয়েন্ট নিয়েই শেষ করেছে, তবে তাদের রান রেট (+০.১৪৮) কেকেআরের (-০.২৫৬) থেকে অনেক ভালো।

দ্বিতীয়ত, ১৪ পয়েন্টে থাকা আরসিবি আর মুম্বইয়ের একটা করে ম্যাচ বাকি রয়েছে। বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের মধ্যে কারও একটা দল জিতলে সেই মুহূর্তেই নাইট শিবিরের প্লে অফ স্বপ্নের অপমৃত্যু ঘটবে। অবশ্য অপমৃত্যু ঠিক বলা চলে না, অনেকদিন ধরেই ভেন্টিলেশনে রয়েছে কেকেআর। আরসিবি বা মুম্বইয়ের জেতা মানে সরকারিভাবে হাসপাতালের তরফে মৃত্যু ঘোষণা করা। 

তৃতীয়ত, ধরে নেওয়া যাক, সবাই হারল জিতল শুধু কেকেআর। তাহলেও সুযোগ নেই, এক যদি না অবিশ্বাস্য ব্যবধানে লখনউকে হারানো যায়। ধরে নিলাম, ৫০ রানে অল আউট গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম, কেকেআর তা তিন-চার ওভারে কোনও উইকেট না হারিয়েই তুলে। তার পরেও গল্প রয়েছে। মুম্বই এবং বিশেষ করে আরসিবিকে হারতে হবে বিরাট ব্যবধানে যাতে তাদের রান রেট কলকাতার থেকে কমে যায়। 

এতেও কি কাজ হবে? না। কারণ সেক্ষেত্রে নেপো হয়ে দই মেরে দেবে রাজস্থান। কারণ তাদের আর ম্যাচ নেই ফলে রান রেট কমার কোনও সুযোগ নেই। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? কেকেআরের কোনও সুযোগ নেই। আজ স্রেফ নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছেন রিঙ্কু সিংরা। ইডেনে গার্ডেন্সে এই মরশুমের শেষ ম্যাচ, ওদিকে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলবে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। সবমিলিয়ে একটা উৎসব উৎসব ভাব। নাইট শিবিরের অন্দরে কিন্তু হতাশাই।