Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, মৃত ৮, জখম বহু

Updated : 31 Oct, 2023 2:16 AM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

হায়দরাবাদ: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা (Train Accident)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভিজিনাগারাম জেলায় লাইনচ্যুত (Derailed) হয়ে গেল বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেন। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে আলামান্দা স্টেশনের কাছে। ইতিমধ্যে রেলের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। এই দুর্ঘটনায় হতাহতদের অবিলম্বে উদ্ধার করে যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ের বেশ কিছু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের পরিবারের কথা ভেবে রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।