পাকিস্তান ম্যাচে ৮২ রান করে কোহলির রেকর্ড ভাঙলেন ঈশান
ক্যান্ডি: শনিবার ম্যাচে ভারত (India) যখন ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কা দেখছিল। তখনই হাল ধরেন ঈশান কিসান (Ishan Krishan) এবং হার্দিক পান্ডিয়া। হার্দিক আর ঈশান মিলে ইনিংসের শেষ পর্যন্ত থাকলে ভারত হয়তো ৩০০ রানও পার করে ফেলতে পারত। কিন্তু রউফের স্লোয়ার বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন ঈশান। হার্দিককে স্লোয়ারে আউট করেন আফ্রিদি। তবে ঈশান যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তাঁর নামের পাশে ৮১ বলে ৮২ রানের লড়াকু স্কোর। আর এই ৮২ রানের ইনিংস খেলেই ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড।
বিরাট কোহলির কোন রেকর্ড ভাঙলেন ঈশান কিসান?
ভারতীয় ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে ১৭ ইনিংসে রানের বিচারে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন ঝাড়খণ্ডের এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটে প্রথম ১৭ ইনিংসে রান করেছিলেন ৭৫৭। সেখানে ঈশান কিসানের রান ৭৭৬। ব্যাটিং গড় ৪৮.৫। ঈশানের আগে আছেন শুভমন গিল। তাঁর রান ৭৭৮।
উল্লেখ্য, শনিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিনও চোখ ছিল শাহিন আফ্রিদির দিকে। এবারও তিনি জিতলেন। পর পর দু’টি বল আউট সুইং করার পর একটি ইনসুইং করলেন। তাতেই শেষ রোহিত শর্মা (১১)। প্রথম উইকেট হারায় ভারত। দলের রান তখন ১৫। রোহিত আউট হতেই ক্যান্ডির মাঠে নামতে দেখা যায় বিরাটকে। তাঁর মারা একটি কভার ড্রাইভ দেখে হাসি ফিরেছিল ভারতীয় সমর্থকদের মুখে। কিন্তু তা ছিল ক্ষণিকের জন্য। অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন আফ্রিদি। বলটি যে সুইং করবে না, তা বুঝতে পারেননি বিরাট। ভুল লাইনে ব্যাট চালিয়ে বলটি টেনে নিলেন উইকেটে। ১০ ওভার বল করে শাহিন মাত্র ৩৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট।
তবে ম্যাচের রং পাল্টে দিয়েছেন ঈশান কিসান এবং হার্দিক পান্ডিয়া। অবশ্য শেষ বেলায় ১৪ বলে ১৬ রান করে দলকে ২৫০ রান পার করিয়ে দেন বুমরা। ভারতের ইনিংস শেষ হয় ২৬৬ রানে।
তবে নিরাশ করেছেন শুভমন গিল। তাঁর ব্যাট থেকে প্রথম রান আসে ১৩ বলে। শেষ পর্যন্ত ৩২ বলে ১০ রান করে আউট হয়েছিলেন শুভমন। শ্রেয়স আইয়ারের এই ম্যাচ ছিল চোট সারিয়ে প্রত্যাবর্তন। মাত্র ১৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও দাগ কেটে গেল তাঁর চোখ ধাঁধানো স্ট্রোক।