Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

গাজায় লড়াই চলবে, বার্তা নেতানিয়াহুর

Updated : 21 Oct, 2023 5:32 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: দুই সপ্তাহ পার, হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের (Israel-Hamas War) রক্তক্ষয়ী লড়াই যুদ্ধ অব্যাহত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিধ্বংসী যুদ্ধের চিহ্ন। স্বজন হারানো হাহাকার। এর মধ্যে শুক্রবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, জয় না পাওয়া পর্যন্ত গাজ়ায় লড়াই চলবে। নেতানিয়াহুর এই বার্তার পর অনেকেরই আশঙ্কা যে, হামাস-ইজরায়েল সংঘাত আরও দীর্ঘতর হতে চলেছে।

গাজা স্ট্রিপে হামলা চালাল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শতাধিক মিসাইল ছোড়ে ইজরায়েল সেনা। বোমাবর্ষণে হামাসের নৌবাহিনীর এক সদস্য মারা গিয়েছেন। হামাসের বায়ুসেনার ঘাঁটিতেও এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। ইজরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে হামলা চালানোর পরই পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা, এমনটাই দাবি। লেবানন সীমান্তে হিজবুল্লার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। হামাস গত সপ্তাহে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করার পরে, কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে। ইজরায়েলের তরফেও ইঙ্গিত দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই তারা স্থলপথে হামলা চালাতে চলেছে গাজ়ার উত্তরাংশে।

Tags: