নববর্ষে কৃষ্ণগহ্বরের খোঁজে পাড়ি স্যাটেলাইট এক্সপোস্যাট-র
Updated : 1 Jan, 2024 9:03 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee
অন্ধ্র প্রদেশে: ব্ল্যাক হোল (Black Holes) খুঁজতে মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট এক্সপোস্যাট (Isro Satellite Xposat)। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলে চেপে যাত্রা শুরু করে এক্সপোস্যাট। এটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এর আগে নাসা এমন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল।
স্যাটেলাইট এক্সপোস্যাট মহাকাশে ব্ল্যাক হোলের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে। এ ছাড়াও উজ্জ্বলতম ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ এক্সপোস্যাটের তালিকায় রয়েছে। মহাকাশের নিউট্রন স্টারগুলিকেও এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অধ্যয়ন করবেন বিজ্ঞানীরা। বছরের প্রথম দিনটিকেই এই কাজের জন্য বেছে নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। পিএসএলভি-র এটি ৬০তম মহাকাশ যাত্রা।
Tags: