চাঁদের মাটিতে প্রজ্ঞানের ঘুরে বেড়ানোর ভিডিয়ো টুইট করল ইসরো
কলকাতা: এখন শুধুই অপেক্ষা প্রতীক্ষা প্রহর গোনার। এর পরে কী? কোন নতুন তথ্য প্রজ্ঞান রোভার চাঁদ (Moon) থেকে আমাদের জন্য পাঠাবে। আবিষ্কৃত হবে চাঁদের রহস্যের। তারই মধ্যে চন্দ্রযান (Chandrayaan 3) তিনের আর একটি নতুন ভিডিয়ো প্রকাশ করল ইসরো (ISRO)। তাতে দেখা যাচ্ছে যেখানে ল্যান্ডার (Lander) অবতরণ করেছে সেই জায়গাটিকে ঘিরে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান রোভার। আগে থেকেই ঠিক রয়েছে, মোট ১৪ দিন চাঁদে ঘুরে বেড়াবে প্রজ্ঞান। সেখান থেকে নানা নমুনা ও তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। শনিবার প্রজ্ঞানের গতিবিধির ভিডিয়ো টুইট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতে দেখা যাচ্ছে, প্রজ্ঞানের চাকার ছাপ পড়ছে চাঁদের মাটিতে। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছে বিক্রম ল্যান্ডার।
শনিবার ইসরোর টুইটে যে ভিডিয়োটি রয়েছে, তাতে দেখা যাচ্ছে, ল্যান্ডার থেকে বেরিয়ে কী ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রজ্ঞান। ছটি চাকা বিশিষ্ট এই রোভার চাঁদের মাটিতে দাগ কেটে যাচ্ছে। রোভারের চাকায় এক দিকে ইসরোর লোগো এবং অন্য দিকে ভারতের অশোকচক্র আঁকা। ইসরো ভিডিয়োটির সঙ্গে লিখেছে, শিবশক্তি পয়েন্টের আশপাশে ঘুরছে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে কী রহস্য লুকিয়ে রেখেছে সেগুলির সন্ধান করছে সে। শনিবার বিদেশ থেকে ফিরে ইসরোর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জানান চাঁদে পা রাখার অংশটিকে শিবশক্তি হিসেবে চিহ্ন করা হবে। ২০১৯ সালে চন্দ্রযান দুই যেখানে ভেঙে পড়েছিল সেই স্থানটির নাম দেওয়া হবে তেরঙা।
২৩ অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে। চাঁদের দক্ষিণ মেরুতে ভারত প্রথম দেশ হিসেবে মহাকাশযান পাঠিয়েছে। এর আগে ওই এলাকায় কোনও দেশের অভিযান সফল হয়নি। চাঁদে মহাকাশযান অবতরণের ক্ষেত্রে ভারত হয়েছে চতুর্থ দেশ।