ইসরোর চন্দ্রযান এবার বাংলার মাটিতে!
Updated : 4 Jan, 2024 8:55 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
ফলতা : ইসরোর চন্দ্রযান এবার বাংলার মাটিতে। অবাক হচ্ছেন ? না কোন তাবড় তাবড় বিজ্ঞানীরা নন, চন্দ্রযান তৈরি করে একেবারে সাড়া ফেলে দিয়েছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বাচ্ছারা।
দক্ষিণ ২৪ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তৈরী করে ফেলেছে আস্ত একটা চন্দ্রযান। তাঁরা কিভাবে প্রযুক্তি কাজে লাগিয়ে চন্দ্রযান তৈরী করবে ? এটাই তো লাখ টাকার প্রশ্ন। তবে সমস্তটাই বাস্তবে করে দেখিয়েছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারা।
Tags: