Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

চাঁদের মাটিতে গোল করে পাক খাচ্ছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ ইসরোর

Updated : 1 Sep, 2023 9:08 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: পুরোদমে কাজ করে চলেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভার। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চন্দ্র পৃষ্ঠে একের পর এক নতুন নতুন জিনিসের আবিষ্কার করছে। এমনকি চাঁদের পৃষ্ঠে তাদের করা বিভিন্ন কাণ্ড কারখানাও বিশ্ববাসীর কাছে তুলে ধরছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বিক্রম তার ল্যান্ডিং সাইটে দাঁড়িয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে। আর প্রজ্ঞান রোভারটি মিশনের তথ্য সংগ্রহ করতে ব্যস্ত। চন্দ্র পৃষ্ঠ থেকে এদিক ওদিক হাঁটেই চলেছে। বৃহস্পতিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ইসরো (ISRO)।  ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রজ্ঞান রোভারটি চন্দ্র পৃষ্ঠের গোল করে ঘুরছে।

ওই ভিডিওতে আরও দেখা যায়, প্রথমে একপাক, পরে আর এক পাক। এভাবেই চাঁদের মাটিতে ঘুরছে প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, তাদের বেঙ্গালুরু দফতর থেকেই রোভার প্রজ্ঞানকে এভাবে ঘোরানো হয়েছে। ইসরোর টুইটার হ্যান্ডেলে লিখেছে, প্রজ্ঞান রোভার যাতে একটি নিরাপদ পথ খুঁজে পায়, তাই তাকে ঘোরানো হয়েছিল। তবে ইসরো এই ঘটনাকে অন্যভাবে বর্ণনা করেছে। লেখা আছে, মনে হচ্ছে যেন একটা শিশু চাঁদমামার উঠোনে খেলছে আর মা তাকে আদর করে দেখছে। তাই না?

এর আগে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে দেখা গিয়েছিল নানা রূপে। কখনও হাঁটছে, কখনও ছবি তুলছে। কিন্তু ইসরোর নতুন ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ইসরোর জানিয়েছে, নিরাপদ পথ খুঁজতেই এ ভাবে ঘুরছে প্রজ্ঞান। খুব কাছেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ল্যান্ডার বিক্রমকে।