সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান নারায়ণ মূর্তির
নয়াদিল্লি: দেশের যুবসমাজকে (Indian Youth) সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিলেন ইনফোসিস কর্তা (Infosys Founder) নারায়ণ মূর্তি (NR Narayana Murthy)। কাজের সময় ও সামাজিক জীবনের মধ্যে লাগাতার যুদ্ধ নিয়ে তর্কবিতর্কের শেষ নেই। কেউ গলায় রক্ত তুলে খাটার পক্ষে। আবার কেউ দুয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কর্মসারণি তৈরি করার পক্ষপাতী। কিন্তু ইনফোসিসের প্রতিষ্ঠাতা কে আর নারায়ণ মূর্তির বক্তব্য সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আর নিন্দার ঝড় তুলেছে।
মূর্তির মতে, দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে যুবসমাজকে সপ্তাহে অন্ততপক্ষে ৭০ ঘণ্টা খাটতে হবে। একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশ গঠনে প্রযুক্তির একটি বিশেষ ভূমিকা রয়েছে। তাঁর কোম্পানি এমনকী বর্তমান দিনের যুবসমাজ নিয়ে তাঁর মত প্রকাশ করেন। তাঁর মতে, চীন যেভাবে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছে। সেভাবেই দেশের যুবসমাজকেও নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এবং জার্মানি এভাবেই অর্থনৈতিক ক্ষত পূরণ করেছিল।