Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা

Updated : 20 Mar, 2024 6:23 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বুধবার সাতসকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বাড়িতে আয়কর হানা (IT Raid In Swarup Biswas House)। বৃষ্টিভেজা কাকভোরে হেভিওয়েট মন্ত্রীর বাইয়োর বাড়ির দরজায় কড়া নাড়াল আয়কর দফতর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা নিউ আলিপুরের স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুধু স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের কার্যালয়ে তল্লাশি চালাছে আয়কর দফতর। ট্যাক্স সঠিকভাবে না দেওয়ার অভিযোগ রয়েছে। ট্যাক্সের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আধিকারিকরা। আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকাল থেকে কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলছে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। এছাড়াও  কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।