Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

বিশ্রামে বুমরা, খেলবেন না ইংল্যান্ড সিরিজে!  

Updated : 7 Jan, 2025 6:15 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

১৯ ফেব্রুয়ারি শুরু বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। তার আগে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি টি২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। শোনা যাচ্ছে, তাতে খেলবেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত বলে খবর। তবে বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও একথা নিশ্চিত করা হয়নি।

সিডনি টেস্টের শেষ ইনিংসে বলই করতে পারেননি ভারতীয় পেসার। গোটা বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) প্রায় একার ঘাড়ে দলকে টেনে নিয়ে গিয়েছেন তিনি। বুমরার উপর অতি-নির্ভরতা অবশেষে বিপদ ডেকে এনেছে। পিঠের চোটে একবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। সেখানেই আবার সমস্যা দেখা দিয়েছে। কাজেই তাঁকে আপাতত কিছুদিন বিশ্রামে রাখা হবে তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট মিলিয়ে ১৫১.২ ওভার বল করেছেন বুমরা। অবিশ্বাস্য ১৩.০৬ গড়ে নিয়েছেন ৩২ উইকেট। তার মধ্যে আছে দুটি পাঁচ উইকেট। সিডনিতে শেষ ইনিংসে বল করতে পারলে আরও উইকেট পেতে পারতেন তিনি, এমনকী ম্যাচটা ভারতকে জিতিয়েও দিতে পারতেন। দুর্ভাগ্যবশত তা হয়নি।

মেডিক্যাল রিপোর্ট বলছে, বুমরার গ্রেড ১ চোট হয়েছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। গ্রেড ২ হলে ছয় সপ্তাহ এবং গ্রেড ৩-এর ক্ষেত্রে তিন মাস এবং রিহ্যাব করতে হয়। টি২০ সিরিজে বুমরা খেলবেন না তা নিশ্চিত। ওডিআই সিরিজের একটা দুটো ম্যাচ খেলেন কি না সেটাই দেখার।