রিলিজের প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে খানখান করে দিলেন শাহরুখ
কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত ‘জওয়ান’ (Jawan)। মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে ইতিহাস তৈরি করেছেন কিং খান। ‘জওয়ান’ ছবিটি প্রথম দিনেই বেশ ভালো আয় করেছে। শুধু তাই নয়, শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং ছবি হয়ে উঠেছে এই ছবি। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। এরমধ্য, হিন্দি ভার্সন থেকে এসেছে ৬৫ কোটি এবং বাকি ১০ কোটি এসেছে তামিল-তেলেগু ভার্সন থেকে।
একাধিক ট্রেড অ্যানালিস্টদের মতে, মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি টাকার। তৃতীয় দিন অর্থাৎ শনিবারের জন্য অগ্রিম বুকিং হয়েছে প্রায় ১৩ কোটি টাকার, এবং চতুর্থ দিন অর্থাৎ প্রথম রবিবারের ক্ষেত্রে এখনও অগ্রিম বুকিং থেকে আয়ের পরিমাণ ১০ কোটি। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে প্রথম সপ্তাহান্তের শেষে দেশ থেকেই ২৫০ থেকে ২৬০ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান অনুসারে, ‘জওয়ান’ ছবিটি বিশ্বব্যাপী ১৩৫ থেকে ১৫০ কোটি টাকা আয় করেছে। ছবিটি হিন্দি ভাষায় ৭১ থেকে ৮৪.৫০ কোটি টাকা ও দক্ষিণ ভারত সহ অন্যান্য ভাষায় ৮৪.৫০ কোটি টাকা আয় করেছে।
চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের প্রথম ছবি ‘পাঠান’ একাধিক রেকর্ড গড়েছিল। তবে পরিসংখ্যান বলছে সেই সবকিছু ছাপিয়ে যাবে ‘জওয়ান’। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কিং। ‘পাঠান’ মুক্তির আগে প্রথম দিনের ক্ষেত্রে ১০.৩৮ লক্ষ টিকিট বিক্রি করেছিল, যার মোট মূল্য ৩২ কোটি। ‘জওয়ান’ সেই সংখ্যা পিছনে ফেলে দিয়েছে। প্রায় ১২.৩০ লক্ষ টিকিট বিক্রি করেছে প্রথম দিনে, যার মোট মূল্য ৩২.৫০ কোটি টাকা। ‘পাঠান’ ছবি প্রথম দিনে ৫৪.৩ কোটি টাকা আয় করে।