
১০০০ কোটির ক্লাবে ‘জওয়ান’
সিনেমা মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় ১০০০ কোটির ক্লাবে ‘জওয়ান’ (Jawan)। বলা যায় প্রত্যাশা যা ছিল, সেই মতোই হল। সিনেমা মুক্তির এক মাসের মধ্যেই জওয়ানের নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি। সেই সঙ্গে বলিউডে বেঞ্চমার্ক সেট করলেন কিংখান। যা ৫০০ কিংবা ৬০০ না একেবারে ১০০০ কোটি।
ছবি মুক্তির আগের থেকে অগ্রিম টিকিট বুকিংয়ে আন্দাজ করা গিয়েছিল ‘জওয়ান’ (Jawan) ঝড়ের আছড়ে পড়তে চলেছে। তারপর একের পর এক হাউসফুল। গত সপ্তাহান্তের শুরুতেই বোঝা গিয়েছিল, রবিবারের মধ্যে শাহরুখ-নয়নতারা-বিজয় সেতুপতি অভিনীত এই ছবি ‘জওয়ান’ ১০০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলবে। এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে (Box office Collection) এই ছবির (Jawan Movie) আয় দাঁড়িয়েছে ১০০৪ কোটি ৯২ লাখ টাকা!
২০১৯ সাল থেকে বলিউডে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। তার জন্য সিনেমা বিশেষজ্ঞরা মনে করছিলেন, সিনেমা জগৎ থেকে হয়তো সন্যাস নিয়েছেন তিনি। তবে ২০২৩ সালে ফের বাদশা মোড ফিরে আসেন। জেক বলা চলে মেগা কামব্যাক। এক সঙ্গে তিনটি ছবির ঘোষণা করে তার মধ্যে রয়েছে পাঠান, জওয়ান ও ডাঙ্কি। দুটি ছবি মুক্তি পেয়েছে আর বাকি রয়েছে ডাঙ্কি। বছরের শেষে প্রেক্ষাগৃহে আসবে রাজু হিরানি পরিচালিত এই ছবি।