১০০ কোটির ক্লাবের ‘জওয়ান’ কত আয় করল বাংলা থেকে?
Updated : 4 Oct, 2023 8:42 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee
সিনেমা মুক্তির আগেই অগ্রিম বুকিং বুঝিয়ে দিয়েছিল নতুন মাইল গড়তে চলেছে ‘জওয়ান’ (Jawan)। আর সিনেমা মুক্তির কয়েকমাসে পরেই পরিষ্কার হয়ে গেল সেই চিত্র। বুঝিয়ে দিলেন বাক্স অফিসে তিনি আজও বাদশা। বলিউড ‘কিং’। সম্প্রতি ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে জওয়ান। সেখানেই থিম না থেকে গড়ছে একের পর এক রেকর্ড। বক্স অফিসের নতুন হিসেব বলছে, গোটা দেশে ৬০০.২১ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের এই ছবি (Jawan)। আর যা বলিউডে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে বলিউডের কোনও ছবিই গোটা দেশে ৬০০ কোটির ব্যবসা করতে পারেনি। আর বাংলায় ব্যবসা করেছে ৪০ কোটি।
Tags: