Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

শচিনকে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল BCCI

Updated : 9 Sep, 2023 8:49 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

মুম্বই: শচিন রমেশ তেন্ডুলকরকে (Sachin Tendulkar) বিশ্বকাপের (World Cup 2023) গোল্ডেন টিকিট (Golden Ticket) দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুক্রবার শচিনের বাড়িতে গিয়ে এই বিশেষ টিকিট দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এর আগে এই টিকিট দেওয়া হয়েছিল অমিতাভ বচ্চনকে।

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘ক্রিকেট ও দেশের জন্য অসাধারণ এক মুহূর্ত। ভারতের যাঁরা নায়ক, তাঁদের জন্য ওয়ান ডে বিশ্বকাপের গোল্ডেন টিকিট উপহার দেওয়ার নীতি নিয়েছে বিসিসিআই। তার অঙ্গ হিসেবেই ভারতরত্ন শচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ক্রিকেটীয় দক্ষতার প্রতীক শচিন তেন্ডুলকর। তিনি দেশের গর্ব। তাঁর যাত্রা কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এবার তিনি ওয়ান ডে বিশ্বকাপের অঙ্গ হচ্ছেন। তিনি সরাসরি ম্যাচ দেখবেন।’ 

এই গোল্ডেন টিকিটের বিশেষত্ব কী?

বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই গোল্ডেন টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। ভিআইপি গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এবং যাঁর কাছে এই টিকিট থাকবে, তিনি খেলা দেখবেন বিসিসিআইয়ের অতিথি হিসাবে।