
দ্বিতীয়বার বাবা হলেন জিৎ, ছেলে না মেয়ে !
কলকাতা: পুজোর আগেই সুখবর। দ্বিতীয়বার বাবা হলেন জিৎ (Jeet)। কয়েকদিন আগেই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে শেয়ার করেছিলেন তিনি। প্রেগন্যান্সি শুট করেছিলেন তিনি ও তাঁর মেয়ে। আর অক্টোবরেই এসে গেল নতুন সদস্য। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই সুন্দর পৃথিবীতে আমরা পুত্র সন্তাকে স্বাগত জানিয়েছি। এভাবেই আশীর্বাদ করবেন। ভালবাসায়, নভন্যা, মোহনা ও জিৎ”। পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছার বন্যা বইছে নেট দুনিয়ায়। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই খুশি। নতুন সদস্যকে ভালবাসায় ভরিয়ে তুলছেন সকলে। অনেকে আবার করলেন খুদের ছবি দেখার আবদার। শুভশ্রী কমেন্ট করেছেন, ‘আমি তো আগেই বলেছিলাম তোমায়।’