জুলাইয়ে শহরে আসছে নতুন এক গোয়েন্দা
Updated : 13 May, 2024 4:53 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
কলকাতা: জুলাইয়ে শহরে আসছে নতুন এক গোয়েন্দা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই খবর জানালেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, কোনও গোয়েন্দার সদৃশ্যতা নেই। গোয়েন্দা সুলভ কোনও আচরণও নেই। গোয়েন্দা হওয়ার ইচ্ছেও নেই। তবুও সে গোয়েন্দা। কিভাবে? কেন? তার উত্তর, এই জুলাইতে…।
Tags: