বিচ্ছেদের জল্পনা অতীত, এক মঞ্চে যিশু-নীলাঞ্জনা!
Updated : 12 Aug, 2024 4:41 PM
AE: Samrat Saha
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
কলকাতা: বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার অন্যতম হ্যাপি কাপল যিশু-নীলাঞ্জনার (Jisshu-Nilanjana) সম্পর্কের ভাঙন নিয়ে নানান আলোচনা চলছে টলিপাড়ায়। সোশাল মিডিয়া অ্যাকাউন্টের নামের পাশে যেখানে এতদিন জ্বলজ্বল করছিল ‘সেনগুপ্ত’ পদবী, সেটাই মুছে ফেলেছেন নীলাঞ্জনা। ডিলিট করেছেন যীশুর সঙ্গে একাধিক ছবিও। আর তারপর থেকেই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা কেউই মুখ খোলেননি। এইসব আলোচনার মধ্যেই খবর এল, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে এক মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন যিশু-নীলাঞ্জনা।
Tags: