খরা কাটিয়ে শেষমেশ ঘরে এল ট্রফি
Updated : 18 Mar, 2024 6:21 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
তিরুবন্তপুরম: ২০১২ সালে ডেবিউর পর এই প্রথমবার সিসিএলের (Celebrity Cricket League 2024) ট্রফি জিতল ‘বেঙ্গল টাইগার্স’ (Bengal Tigers)। অভিনেতা যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে ‘বেঙ্গল টাইগার্স’-এর ঝুলিতে এল এবারের ট্রফি। সিসিএল ফাইনালে কর্নাটক বুলডোজার কে হারিয়ে বহুকাঙ্খিত এই ট্রফি নিজেদের নামে করল বেঙ্গল টাইগার্স। ২২ গজে ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে ক্রিকেট খেললেন বাংলার অভিনেতারা।
Tags: