কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের

Updated : 2 Feb, 2024 5:45 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

রাঁচি ও নয়াদিল্লি: ঝাড়খণ্ডের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ জেএমএম নেতা চম্পাই সোরেন। শুক্রবার রাঁচির রাজভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। উল্লেখ্য, এদিনই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায়যাত্রা বাংলার সীমানা অতিক্রম করে ঢোকে ঝাড়খণ্ডে। কংগ্রেস এই রাজ্যের সরকারপক্ষের অন্যতম শরিক দল।

ঝাড়খণ্ডের সদ্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনের একদিনের জেল হেফাজতের মেয়াদ পূর্ণ হচ্ছে আজ। শুক্রবার দুপুরের পরে তাঁকে ফের আদালতে তুলে ১০ দিনের হেফাজতে চাইতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ, ইতিমধ্যেই ইডি দাবি করেছে ৬০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ রয়েছে। গতকাল, বৃহস্পতিবার হেমন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় তখনকার মতো একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আর্থিক তছরুপ দমন আইনের বিশেষ আদালত।