Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Avijit Gangapadhyay : আমি পালিয়ে যাওয়ার লোক নই,সংবাদমাধ্যমকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Updated : 29 Apr, 2023 1:53 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যায়নি। অন্য কোনও বিচারপতি মামলা শুনবেন। চাকরির দাবিতে মামলা করা চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এমনি বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তাঁর এজলাস থেকে সরানো হবে-এই ঘটনায় আশাহত হয়েছেন চাকরি প্রার্থীরা। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শুক্রবার রাতে কলকাতা হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, একেক জন বিচারপতির কাজ করার পদ্ধতি একেক রকম। যিনি নতুন বিচারপতি আছেন তিনি তাঁর মতো কাজ করবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমার ধারণা অন্যান্য নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাও একই কারণে আমার কাছ থেকে সরে যাবে। তিনি পদত্যাগ করতে চান কি না সে বিষয়ে জিজ্ঞেস করা হলে বলেন, আমি একদম পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নয়। তবে এদিন সংবাদ মাধ্যমের সামনে তাঁকে বলতে শোনা যায়, আজ তো আমার মৃত্যুদিন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের অর্ডার মিলতেই এদিন জানা যায় শিক্ষায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে সরছেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেবলমাত্র প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে অন্য এজলাসে সরানো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভগননমকে নতুন বেঞ্চ গঠন করতে বলেছে ওই দুই মামলা শোনার জন্য। তার মধ্যে একটি হল জনৈক সৌমেন নন্দীর আবেদন সংক্রান্ত মামলা। দ্বিতীয়টি হল নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সংক্রান্ত মামলা। এদিন সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ শুনে অনেকেরই মনে হয়েছিল, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তা নিয়ে দিনভর বিভিন্ন মহলে নানা জল্পনা ও চর্চা চলে। আইনি মহলও এ নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল। দিনের শেষে সুপ্রিম কোর্টের নির্দেশের অনুলিপি পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়। ওই দুটি মামলা ছাড়া বাকি সব মামলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন বলে জানিয়েছে।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, কলকাতা হাইকোর্টের বারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে বাকি মামলাগুলি অন্য কোনও বেঞ্চে পাঠাতে পারেন। এ ব্যাপারে তাঁকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক আবেদন বর্তমানে সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন রয়েছে। বেশকিছু মামলায় আবার বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাস স্থগিতাদেশও দিয়েছে।