Juventus | UEFA | আর্থিক কারচুপি করে উয়েফার টুর্নামেন্ট থেকে বরখাস্ত জুভেন্তাস
তুরিন: আর্থিক অনিয়মের দায়ে বড় শাস্তি হল ইতালির (Italy) অন্যতম সেরা ফুটবল ক্লাব জুভেন্তাসের (Juventus)। আগের মরশুমে ইতালিয়ান সিরি আ-তে (Italian Serie A) সপ্তম স্থানে শেষ করেছিল তারা, ফলে নতুন মরশুমে খেলার কথা ছিল উয়েফা কনফারেন্স লিগে (UEFA Conference League)। কিন্তু সেই টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হল জুভেন্তাসকে। সেই সঙ্গে ১০ মিলিয়ন ইউরো (৯০.৭৮ কোটি টাকা) জরিমানা হল তুরিন (Turin) শহরের ক্লাবটির।
২০২২ সালের ৩১ অগাস্ট উয়েফার (UEFA) আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও অনিয়মের অভিযোগ উঠেছিল জুভেন্তাসের বিরুদ্ধে এবং তদন্তের পর এই অভিযোগ সত্য প্রমাণিত হয়। ফলত, ঘরোয়া লিগে তাদের প্রাপ্ত পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সেই কারণেই কনফারেন্স লিগে খেলা হচ্ছে না তাদের। জুভেন্তাসের বদলে অপ্রত্যাশিত সুযোগ এসে গেল ফিওরেন্তিনার (Fiorentina)।
এদিকে শুধু ১০ মিলিয়ন ইউরো দিয়ে নিশ্চিন্ত হতে পারবে না ইতালির ‘ওল্ড লেডি’। ২০২৩-২৪ মরশুমে তাদের উপর কড়া নজর রাখবে উয়েফার আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তকারী সংস্থা। কোনওরকম গড়মিল দেখলে আরও ১০ মিলিয়ন ইউরো দিতে হবে।
প্রসঙ্গত, এর আগেও ঝামেলায় জড়িয়েছিল ইতালির অন্যতম সেরা ক্লাব। ২০০৫-০৬ মরশুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয় বিয়াঙ্কোনেরিরা। তাদের ট্রফি কেড়ে নেওয়া হয়, চ্যাম্পিয়ন ঘোষিত হয় ইন্টার মিলান (Inter Milan)। এমনকী জুভেন্তাসকে নীচের ডিভিশন সিরি বি-তে (Serie B) নামিয়ে দেওয়ায় হয়। ওই ঘটনায় কেঁপে গিয়েছিক ইতালির ফুটবল মহল। ২০২২-২৩ মরশুমে দলবদলের বাজারে অস্বচ্ছতা এবং ভুয়ো অ্যাকাউন্ট থাকার জেরে জুভের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।