Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

শুভেন্দুর চক্রান্তের শিকার, অভিযোগ বালুর

Updated : 27 Oct, 2023 10:27 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: শুক্রবার সকাল পৌনে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে মেডিক্যাল পরীক্ষা (Medical Test) করানোর জন্য জোকা ইএসআইতে (Joka ESI Hospital) নিয়ে যাওয়া হল প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)।

সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় মন্ত্রী আবারও বললেন চক্রান্তের কথা। জ্যোতিপ্রিয় বা পরিচিত মহলে জনপ্রিয় বালু বলেন, তিনি চক্রান্তের শিকার এবং বিজেপি (BJP) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করেছেন। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।