Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

গুরুতর অসুস্থ বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কবীর সুমন

Updated : 30 Jan, 2024 8:03 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: গুরুতর অসুস্থ অবস্থায় সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)-কে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হল। জানা যাচ্ছে, বুকে সংক্রমণ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গীতশিল্পী। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। সোমবার দুপুর ৩টে নাগাদ সঙ্গীতশিল্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করা হয় তাঁকে।

সোমবার বিকেলের দিকে সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, কবির সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।