Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ |
K:T:V Clock

কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়

Updated : 11 May, 2024 9:12 PM
AE: Pratyay Das
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে দুই বঙ্গে। এমনকী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ছয় জেলার কিছু অংশে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টিপার সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে। তবে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভবনা রয়েছে।