কালীপুজোর আগেই শীতের আগমন জেলায় জেলায়
কলকাতা: উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায়। এবার ধীরে ধীরে পারদ পতন হচ্ছে রাজ্যে। কালীপুজোর ( Kali Puja Weather) আগেই শীতের আগমন জেলায় জেলায়। আর উত্তরের হাওয়ার হাত ধরেই জেলায় জেলায় শীতের ( Winter Update ) মিঠে আমেজ উপভোগ করতে শুরু করেছে জেলাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরছে রাজ্যে। ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে।
কলকাতায় বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে তাপমাত্রা (Temperature)। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। সপ্তাহের মাঝামাঝি শীতের আমেজ বেশি অনূভূত হবে। কলকাতায় পরিষ্কার আকাশ। কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই।