Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’-এর শুভ মুক্তির আগেই প্রকাশ্যে ছবির দ্বিতীয় ট্রেলার

Updated : 1 Aug, 2024 4:45 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’-এর শুভ মুক্তির আগেই প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় ট্রেলার। গত মে মাসেই ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’-(Kaliachak Chapter 1) এর প্রথম মিউজিক ও ট্রেলার লঞ্চ হয়েছিল। এবার সামনে এল এই সিনেমারই দ্বিতীয় ট্রেলার। সূত্রের খবর ২ অগাষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’। সাসপেন্সের থ্রিলার সত্য কাহিনি অবলম্বনে তৈরি ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’।

মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায়। রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) পরিচালিত ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1) ছবির ট্রেলার ইতিমধ্যেই নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকেই। গত ১৪ জুন ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু প্রযোজনা সংস্থার নিজস্ব কিছু কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। এমনকী ছবির পোস্টার প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে এই ছবিকে ‘নিষিদ্ধ’ ঘোষণার দাবিও উঠেছে। সব জট কাটিয়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। আগামী ২ অগাস্ট মুক্তি পেতে চলেছে রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। অভিনয় করবেন নবাগত অসীম, রূপাঞ্জনা মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম দাশগুপ্ত এবং প্রতীশ ঘোষ।