Placeholder canvas
কলকাতা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ |
K:T:V Clock

অধিপতি কলকাতা শহরকে দেখিয়ে দিল ‘কল্যাণী’

Updated : 25 Oct, 2023 4:24 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কল্যাণী: গতবারের পর এই বছরও বেশ জমকালো পুজোর (Durga Puja 2023) আয়োজন করে সবাইকে চমকে দিয়েছে কল্যাণী (Kalyani) আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। উদ্বোধনের পর থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ঢল। যার ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রেও বেশ কিছু বদল আনা হয়েছিল।

শিয়ালদহ থেকে কল্যাণীগামী ট্রেনে থিকথিক করছে ভিড়। গভীর রাতে বা ভোরবেলায় বাড়ি ফেরার ভিড় ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত এই ভিড় ঠাকুর দেখতে যাওয়ার ছিল। এতটাই ভিড় ছিল যে, প্রায় বেনজির ঘটনা ঘটাতে হয়েছে রেলকে। জনস্রোতে লাগাম দিতে, স্থানীয় প্রশাসনের অনুরোধে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনও ট্রেন দাঁড় করানো হয়নি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে।