Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বাতিল নয় কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঘুরপথে চলবে

Updated : 8 Dec, 2023 8:15 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাতিল থাকছে না কাঞ্চনকন্যা এক্সপ্রেস (Kanchankanya Express)। আগামী ১০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঘুরপথে তা চলবে বলে জানালেন হাওড়ার (Howrah) ডিআরএম (DRM) সঞ্জীব কুমার। ফলে শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস বন্ধ থাকছে না। ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে জনপ্রিয় এই ট্রেন। পর্যটনের ভরা মরসুমে তাই পর্যটকদের কথা বিবেচনা করে চালু থাকছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে নির্ধারিত রুটের পরিবর্তে ১০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঘুরপথে চলবে। এর জন্য আধঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় বেশি লাগতে পারে।

বৃহস্পতিবার হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার এক সাংবাদিক বৈঠকে বলেন, হাওড়া ডিভিশনের চাতড়া ও মুরারাই স্টেশনের মাঝে তৃতীয় লাইন তৈরির কাজের জন্য ওই দিনগুলিতে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। এবং কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হবে। এর মধ্যে আপ ও ডাউনে হাওড়া-মালদা ইণ্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস ওই কদিন বাতিল থাকছে। এছাড়াও সাহেবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, ২টি রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল ও রামপুরহাট-বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকছে। এরই সঙ্গে ওই কদিন আপ ও ডউনে ৪২টি ট্রেন ঘুর পথে চালানো হবে। এর মধ্যে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন চলছে। এই সঙ্গে ৩টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও ২টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।