বাংলার এই নায়িকার জন্যই বলিউডে ভাগ্য খুলেছিল কঙ্গনার!
কলকাতা: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress)। বরাবরই তিনি তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে থাকেন। তিনি যে কতটা ঠোট কাটা স্বভাবের সে কথা কারোরই অজানা নয়। কিন্তু জানেন কি, দুই বাঙালির সৌজন্যে তাঁর বলিউডে পথ চলা শুরু হয়েছিল। একজন পরিচালক অনুরাগ বসু, অন্যজন টলিউডের জনপ্রিয় নায়িকা।
২০০৬ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’। এই ছবির মাধ্যমেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব আসে কোয়েল মল্লিকের কাছে। এই ছবিতে কোয়েলের বিপরীতে অভিনয়ের কথা ছিল ইমরান হাসমির। কিন্তু ‘গ্যাংস্টার’-এ কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোয়েল। আর তাতেই ভাগ্য খুলে যায় কঙ্গনার। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে ফিল্মফেয়ারের মঞ্চে ‘সেরা নবাগতা’-র পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন কঙ্গনা। তাতেই বলিউডে তাঁর সাফল্যের যাত্রা শুরু হয়।
জানা যায়, অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির জন্য পরিচালক অনুরাগ বসুর প্রথম পছন্দ ছিলেন কোয়েল মল্লিক। ছবির চিত্রনাট্যও পছন্দ ছিল রঞ্জিত মল্লিক কন্যার। কিন্তু, এই ছবিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন না কোয়েল। অস্বস্তির কারণে ‘গ্যাংস্টার’ এর অফার ফিরিয়েছিলেন অভিনেত্রী। কোয়েল মল্লিকের পর অনুরাগের দ্বিতীয় পছন্দ ছিল কঙ্গনা। ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করতে অফারটি পেয়েই রাজি হয়ে যান কঙ্গনা।