বিরাট কোহলিকে ক্যারেক্টার সার্টিফিকেট কঙ্গনার
কলকাতা: বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১১৭ রানের ঝোড়ো ইনিংসে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক। বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়। এরপরই বিরাটকে ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
ইনস্টা স্টোরিতে বিরাটের রেকর্ড গড়ার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “কী দুর্ধর্ষ! যাঁদের রেকর্ড ভেঙেছেন, তাঁদের প্রতিও যেভাবে সম্মান জানিয়েছেন মিস্টার কোহলি, সেটা দারুণ নজির গড়ল। যে মাটির উপর দিয়ে তিনি চলেন, তার পুজো করা উচিত। এটাই ওঁর প্রাপ্য। দারুণ চরিত্রের মানুষ।” কঙ্গনার মুখের বিরাট কোহলির এমন প্রশংসা শুনে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।