Placeholder canvas
কলকাতা শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

বিয়ে করছেন কঙ্গনা রানাওয়াত! পাত্র কে?

Updated : 27 Oct, 2023 8:11 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: কঙ্গনা রানাওয়াত বেশ ব্যস্ত সময় পার করছেন ছবি ‘তেজসে’র প্রচারে। এরই মধ্যে ব্যক্তিগত জীবন এবং বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা। এদিন তিনি জানিয়েছেন, তিনিও একটি পরিবার চান। বিয়ে করতে চান। সংসার তৈরি করতে চান। এছাড়াও তিনি এদিন মুখ খোলেন তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়েও।

এদিন তিনি বলেন, বয়সে অনেক বড় আদিত্য পাঞ্চোলীর সঙ্গে কেরিয়ারের শুরুতে সম্পর্ক ছিল তাঁর। সেই সম্পর্ক ভাঙার পর, নায়িকা মন দেন অধ্যয়ন সুমন নামে এক উঠতি অভিনেতাকে। যাঁর বাবা প্রভাবশালী একজন রাজনীতিবিদ। কঙ্গনার সবচেয়ে চর্চিত প্রেম বলিউডের গ্রিক গড় খ্যাত অভিনেতা ‘হৃত্বিক রোশনে’র সঙ্গে। যদিও হৃত্বিকের বরাবরই দাবি, কঙ্গনার সঙ্গে তার কোনো সম্পর্ক কখনোই ছিল না।