ভালোবাসার মরশুমে বিশেষ চমক করণের, দেখুন
Updated : 10 Feb, 2024 8:32 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
মুম্বই: ছ’টি কাপেলের ভালোবাসার গল্প নিয়ে আমাজন প্রাইম ভিডিয়ো (Amazon Prime Video)-তে আসছে করণ জোহর প্রযোজিত নতুন সিরিজ (OTT Series) লাভ স্টোরিয়ান (Love Storiyaan)। সমস্ত খারাপ, বিপদ, বিদ্বেষ, মনখারাপকে উপেক্ষা করে কী করে ভালোবেসে একসঙ্গে থাকা যায় সেটাই দেখানো হবে এই সিরিজে। সম্প্রতি মুক্তি পেয়েছে রোম্যান্টিসিজমে ভরপুর এই সিরিজের ট্রেলার (Love Storiyaan Trailer)।
ট্রেলারের শুরুতেই দেখা গেল করণ জোহর (Karan Johar) সিরিজের গল্পের কথা বলছেন। ভিডিওর শুরুতেই দেখা গেল, করণ বললেন সত্যিকারের ভালোবাসা কী সেটা এই গল্পগুলোর মাধ্যমে জেনে নিন। তারপরে দেখা গেল, ছ’টি কাপেলের আবেগ, রোম্যান্টিসিজমে ভরপুর ভালোবাসার গল্পের ঝলক। ট্রেলারটি করণ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।
Tags: