হুকা সেবন, বিক্রি নিষিদ্ধ করে দিল কর্নাটক সরকার
Updated : 8 Feb, 2024 7:30 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
বেঙ্গালুরু: তরুণ প্রজন্মের একাংশের মধ্যে বেশ জনপ্রিয় হুকা (Hookah)। কিন্তু হুকা সেবনে শরীরের ক্ষতি হয়। সেই কারণেই রাজ্য জুড়ে হুকা সেবন এবং বিক্রি নিষিদ্ধ করে দিল কর্নাটক সরকার (Karnataka Government)। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও (Dinesh Gundu Rao) বৃহস্পতিবার এই ঘোষণা করলেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “গণস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে রাজ্য জুড়ে হুকা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রডাক্টস আইনে (COTPA) সংশোধন আনা হয়েছে। ভবিষ্যত প্রজন্মের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে কাজ করছে কর্নাটক সরকার।” এই টুইটের সঙ্গে কন্নড় (Kannada) ভাষায় লেখা রাজ্যের সরকারি নির্দেশনামার ছবি দিয়েছেন রাও।
Tags: