Alia | Priyanka | Katrina | প্রিয়াঙ্কার পর সরে দাড়ালেন ক্যাটরিনা, নতুন দুই অভিনেত্রী কে?
কলকাতা: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বার বার জায়গা করে নিচ্ছে ফারহান আখতারের ছবি ‘জি লে জারা’ (Jee Le Zara)। বেশ কিছুদিন ধরে ছবির শুটিং আটকে। কারণ একটাই। ছবি তৈরির জন্য যে নির্দিষ্ট সময় প্রয়োজন, তা কোনও অভিনেত্রী দিয়ে উঠতে পারছেন না।
কথা ছিল ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র মতো বলিউডের তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপের একটা ছবি করবেন ফারহান আখতার। মোটামুটি সবই তৈরি ছিল। ছবির নামও ঘোষণা করে ফেলেছিলেন ফারহান। ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, আলিয়াকে নিয়ে ‘জি লে জারা’ ছবির চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন। তবে হঠাৎ অজানা কারণে বার বার শুটিং বাতিল করছিলেন ফারহান।
তিন বন্ধুকে নিয়ে ছবি বানাতে ফারহান আখতারের(Farhan Akhtar) জুড়ি মেলা ভার। দিল চাহতা হ্যায় থেকে জিন্দেগী না মিলেগি দোবারা, একাধিক ছবি রয়েছে সেই তালিকায়। সেখানেই নয়া সংযোজন জি লে জারা(Jee Le Zaara)। তিনি বান্ধবীর রোড ট্রিপের গল্প বলবে এই ছবি তবে শ্যুটিং শুরুর আগেই বিপত্তি। তিন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা,(Priyanka Chopra) ক্যাটরিনা(Katrina Kaif) ও আলিয়াকে(Alia Bhatt) নিয়ে এই ছবি তৈরির কথা ছিল। কিছুদিন আগেই জানা যায় যে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর ক্যাটরিনাও এই ছবি থেকে বেরিয়ে এলেন।
প্রিয়াঙ্কার হাতে এখন হলিউডের একাধিক কাজ রয়েছে। সেই সব শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত নায়িকা। প্রিয়াঙ্কার ফারহান এই প্রস্তাবে রাজি হলেও আলিয়ার সেক্ষেত্রে ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। আগামী বছর আলিয়ার হাতে দুটো বড় ছবির কাজ আছে। একদিকে তিনি রামায়ণের শুটিং করবেন তো অন্যদিকে রয়েছে ‘বৈজু বাওরা’। ক্যাটরিনারও ডেট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তাই তিনিও সরে এসেছেন ছবি থেকে।
জানা যাচ্ছে, এই ছবির নির্মাতারা আপাতত প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার জায়গায় এই ছবিতে অনুষ্কা শর্মা এবং কিয়ারা আডবানীকে কাস্ট করার কথা ভাবছেন। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।