Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ইডির মুখোমুখি হতে রাজি কেজরিওয়াল, সশরীরে নয়  

Updated : 4 Mar, 2024 7:00 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রশ্নের মুখোমুখি হতে তৈরি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। একথা তদন্তাকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি কাণ্ডে এর আগে ইডির সমন সাতবার এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত ২৬ ফেব্রুয়ারি তদন্তকারী সংস্থা ফের সমন জারি করে আজকের তারিখে (৪ মার্চ) হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তাতেও সাড়া দেননি তিনি। এদিকে আজই বাজেট পেশ করবে দিল্লি সরকার।

তবে কেজরিওয়াল জানিয়েছেন, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নের সম্মুখীন হবেন। আম আদমি পার্টি (Aam Admi Party) প্রথম থেকেই দাবি করছে, ইডির এই সমন ‘বেআইনি’। অষ্টম সমনে সাড়া দিলেও আপ সুপ্রিমো ফের সে কথাই বলেন। তিনি হাজির হওয়ার জন্য ইডির কাছে ১২ মার্চের পর দিন চেয়েছেন।